শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আমি তোমায় ভালোবাসি: স্বস্তিকা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পিএম

অভিনেত্রী ৪৪ বছরে পা দিলেন। ১৩ ডিসেম্বর জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন 'টেক্কা' খ্যাত অভিনেত্রী। এদিন তার জন্মদিন উপলক্ষ্যে বেশ কিছু ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিজের এই একাধিক ছবি পোস্ট করে এদিন স্বস্তিকা লেখেন, 'প্রিয়তমা, শুভ ৪৪ তম জন্মদিন। যে পাকা চুলকে একসময় ভয় পেতে তারাই এখন রুপার থেকে বেশি চকচক করছে। তুমি ক্লান্ত চোখ দেখছ? আমি অভিজ্ঞতা দেখছি। তুমি ডার্ক সার্কেল দেখছ? আমি অর্জন দেখছি। তুমি বলিরেখা দেখছ, আমি একজন প্রকৃত নারীকে দেখছি। আমি একজন শিল্পী, একজন মা, একজন বন্ধুকে দেখছি।'

স্বস্তিকা আরও লেখেন, 'তুমি তুমিই থাকবে। বিনয়ী, নম্র, সৎ। তুমি যেমন তেমনি থাকো সে পৃথিবী তোমায় যাই দিক না কেন। সবসময় মনে রাখবে আমি তোমার সঙ্গে আছি। মনে রাখবে যখন তুমি নিজেকে ভালোবাসতে ভুলে যাও সেই দিনগুলোতেও আমি তোমায় ভালোবাসি। তোমায় সবসময় ভালোবাসি। শুভ জন্মদিন স্বস্তিকা সম্মানের সঙ্গে আরও বড় হও।'

অভিনেত্রীর এই পোস্ট মন জয় করে নিয়েছে ভক্তদের। একজন লেখেন, ‘একজন দুর্দান্ত মহিলাকে অনেক শুভেচ্ছা।’ আরেকজন লেখেন, ‘আপনার চশমাগুলো কী দারুন দেখতে হয়।’ অন্য আরেকজন লেখেন ‘সবাই পারে না এভাবে নিজেকে ভালোবাসতে। অথচ এভাবেই ভালোবাসতে হয়, ভালো থাকুন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত