বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

১৭৮ কোটি টাকায় টটেনহ্যাম পেল নতুন গোলরক্ষক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম

টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন ২১ বছর বয়সী চেক গোলরক্ষক আন্তোনিন কিনস্কি। স্লাভিয়া প্রাগ থেকে তাকে দলে আনতে স্পার্স খরচ করেছে প্রায় ১৭৮ কোটি টাকা (১২.৫ মিলিয়ন ইউরো)।

২০৩১ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন কিনস্কি, তবে তার মাঠে নামা নির্ভর করছে আন্তর্জাতিক ক্লিয়ারেন্স এবং ওয়ার্ক পারমিটের ওপর।

গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিওর অনুপস্থিতিতে স্পার্সের গোলপোস্ট সামলানোর দায়িত্ব সাম্প্রতিক সময়ে চাপ বাড়িয়েছে। ভিকারিও ২৪ নভেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে গোড়ালির চোটে পড়েন। এরপর বদলি হিসেবে খেলেছেন ফ্রেজার ফোরস্টার, তবে নিউক্যাসলের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে অসুস্থতার কারণে তাকে পাওয়া যায়নি।

এমন অবস্থায় ২৫ বছর বয়সী ব্র্যান্ডন অস্টিন অভিষেক করলেও স্পার্সের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। তারা শেষ ১১ ম্যাচের মধ্যে জয় পেয়েছে মাত্র ২টিতে এবং প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন ১২তম স্থানে।

কিনস্কি, স্লাভিয়া প্রাগের হয়ে এই মৌসুমে ২৯ ম্যাচে ১৪টি ক্লিন শিট রাখার কৃতিত্ব দেখিয়েছেন। ডুকলা প্রাগ থেকে ২০২১ সালে যোগ দেওয়ার পর ধারে খেলে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। বর্তমানে চেক রিপাবলিক অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করছেন এই প্রতিভাবান গোলরক্ষক।

টটেনহ্যামের আশা, কিনস্কি দলে নতুন শক্তি এনে ক্লাবের দুর্দশা কাটাতে ভূমিকা রাখবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত