বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ইরানের পরমাণু কর্মসূচি ফের শুরুর ইঙ্গিত ম্যাক্রোঁর

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, চলতি বছরের অক্টোবরের আগে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে আলোচনা করা উচিত বলে মনে করেন তিনি। সোমবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। খবর রয়টার্স।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পয়েন্ট অব নো রিটার্নের দিকে এগিয়ে যাচ্ছে এবং ফ্রান্সকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইরান সম্পর্কে কৌশলগত আলোচনা করতে হবে।

ম্যাক্রোঁ বলেন, বিশ্ব নেতাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে— তারা ২০২৫ সালের অক্টোবরের আগে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল ব্যবস্থা চালু করবে কিনা।

ম্যাক্রোঁর বিবৃতি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং একটি সমন্বিত কৌশলগত প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আন্তর্জাতিক উদ্বেগকে তুলে ধরে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত