মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ৪ রাউন্ড ফাঁকা গুলি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের পাশে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বিএসএফ। সোমবার (১৩ জানুয়ারি)  ভোররাতে ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে স্থানীয়রা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। গুলির ঘটনার সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।’

ভোমরা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান জানান, ভারতীয় সময় সোমবার ভোর ৫টার দিকে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা। গুলি ছোড়ার তীব্র্র শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ড গানের গুলি। এ ঘটনায় পতাকা বৈঠক হতে পারে।

প্রসঙ্গত, ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকার নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি শনিবার বিকেলে নিজেদের জমি চাষ করতে গেলে বাধা দেয় বিএসএফ সদস্যরা। এ নিয়ে রবিবার দুপুরে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ।

আগামী ১৫ জানুয়ারি সার্ভেয়ার নিয়ে দুই পক্ষই বৈঠকে বসবে বলে জানিয়েছেন বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

খুলনা বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী জানান, গুলি বা সাউন্ড যেটিই হোক তা ভারতের অভ্যন্তরের। তবে বিজিবি ঘটনা সম্পর্কে বিএসএফের কাছে জানতে চাইলে বলা হয়, চোরাকারবারী নিবৃত্ত করতে ভারতের ৩০০ গজ ভেতরে বিএসএফ গুলি চালিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত