বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ইরানে সুপ্রিম কোর্টের দুই বিচারককে গুলি করে হত্যা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

ইরানে সুপ্রিম কোর্ট ভবনের সামনে আততায়ীর গুলিতে দুই বিচারপতি নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানী তেহরানেএ ঘটনা ঘটে। নিহতরা হলেন আলী রাজিনি ও মোহাম্মদ মগিসেহ। 

রেডিও ফ্রি ইউরোপ জানিয়েছে, সুপ্রিম কোর্টের তিন বিচারপতিতে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজানে দাবি করা হয়েছে, আক্রমণের পর হামলাকারী আত্মহত্যা করেছেন।

এদিকে অপর ভাষ্যে জানা গেছে, আততায়ী দুই বিচারককে হত্যার জন্য পরিকল্পিতভাবে সুপ্রিম কোর্টে অনুপ্রবেশ করেছিলেন। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে হামলাকারীর আদালতে মামলা ছিল না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত