বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম

শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বিএনপি কার্যালয় ভাঙচুর, লুটপাট ও ব্যানারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর শরীয়তপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় একটি ক্লাবঘর নির্মাণ করে স্থানীয় বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরপর নিয়মিত সেখানে তারা তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করছে। রবিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়টির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট শেষে ভাঙচুর করে। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ছাত্রদল নেতা ও শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা মোল্লা বলেন, আমরা প্রতিনিয়ত এই ক্লাবে সময় দেই। গতকাল মধ্যরাতে আমাদের ক্লাবটিতে দুর্বৃত্তরা ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার দাবি করছি।

৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ মোল্লা বলেন, কে বা কারা রাতের আঁধারে ক্লাবে যা ছিল সব লুট করে নিয়ে যায়। পাশাপাশি ব্যানার ও ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনা তদন্ত করে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপির একটি কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর করেছে ও পোস্টারে অগ্নিসংযোগ করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় সোমবার দুপুরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত