বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

ট্রাম্পের ক্ষমার পর মুক্তি পেল ক্যাপিটল দাঙ্গায় অভিযুক্ত ২১১ বন্দি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১১:৩২ পিএম

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দণ্ডিত দেড় হাজারেরও বেশি লোককে ক্ষমা ঘোষণা করেছিলেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর পরই এ ঘটনায় জড়িত সব আসামিকে ক্ষমা করে দেওয়ার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। তার এ আদেশের পর মঙ্গলবার (২১ জানুয়ারি) ২১১ জনকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেল ব্যুরো অব প্রিজনস। খবর রয়টার্স

ফেডারেল ব্যুরো অব প্রিজনস জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে ২১১ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

ক্যাপিটল দাঙ্গায় অভিযুক্ত দেড় হাজারেরও বেশি লোককে ট্রাম্পের ক্ষমা করার বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার রয়টার্সের এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিনি ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পাওয়া ২১১ জনের মধ্যে স্টুয়ার্ট রোডসও ছিলেন, যিনি ক্যাপিটল দাঙ্গায় ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ১৮ বছরের কারাদণ্ড পেয়েছিলেন। ওয়াশিংটন ডিসি কারাগারের বাইরে রোডস বলেন, ‘এই মুক্তি, তবে প্রতিপাদনও।’ 

রোডস বলেন, তার কোনো অনুশোচনা নেই এবং এখনো তার ধারণা ট্রাম্প জালিয়াতির কারণে নির্বাচনে হেরে গেছেন। 

বার্তা সংস্থা এপির মতে, ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে হামলায় ১০০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এমনকি ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সম্প্রতি বলেছেন, দাঙ্গাকারীরা যারা পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করেছে তাদের ক্ষমা করা উচিত নয়।

প্রসঙ্গত, চার বছর আগের ওই দিনে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সত্যায়ন প্রক্রিয়া চলছিল। এ জন্য ডাকা হয়েছিল সিনেট ও কংগ্রেসের যৌথ অধিবেশন। ওই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সে সময়ের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা সত্যায়ন প্রক্রিয়া আটকে দিতে ক্যাপিটল ভবনে হামলা চালান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত