লাখো পুণ্যার্থীর ভিড় জমছে প্রয়াগরাজে চলা মহাকুম্ভ মেলায়। সেই মেলায় দেখা গেল বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে। নাকি পুণ্যস্নানে গিয়েছেন তারা।
সম্প্রতি তাদের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে তিনটি ছবি শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ক্যাটরিনা ও ভিকি কুম্ভ মেলায় পুণ্যস্নান করছেন। ছবিগুলো শেয়ার হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। সেখানে ক্যাটরিনাকে কমলা শাড়ি পরা অবস্থায় দেখা যাচ্ছে, তার খোলা ভেজা চুলগুলো ঘাড়ে পড়েছে। ভিকি কৌশলও তার পাশে রয়েছেন।
তবে, এই ছবিগুলো আসল নয়, এআই টুল দিয়ে তৈরি করা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ফলে অধিকাংশ নেটিজেনই মনে করছেন, তারা দুইজনে গিয়েছেন মহাকুম্ভে। যদিও তা সত্য নয়।
প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী মিলিত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ পুণ্যস্নান করতে আসছেন। এই বছর ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। আগামী ২৯ জানুয়ারি ‘মৌনী অমাবস্যা’ উপলক্ষে এখানে আরও বেশি পুণ্যার্থীর উপস্থিতি হতে পারে।