ব্রাজিল সুপারস্টার নেইমারকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নিয়েছে দেশটির শীর্ষ ক্লাব সান্তোস। শৈশবে এই ক্লাব থেকেই নেইমারের উত্থান শুরু হয়েছিল ১৮ নম্বর জার্সি গায়ে। ক্রমে ১১ নম্বর পর্যন্ত জার্সি পরেছিলেন। ৩২ বছর বয়সে তিনি আবারও এই ক্লাবে ফিরে পেলেন বিখ্যাত ১০ নম্বর জার্সি।
সান্তোসের ১০ নম্বর জার্সির এত খ্যাতির কারণ, এই জার্সি পরেই খেলেছেন ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ হিসেবে পরিচিত পেলে। এই জার্সি গায়ে এই ক্লাবকে তিনি পরিচিত করেছেন ফুটবল বিশ্বে। সান্তোস মানেই পেলে। সান্তোসের ১০ নম্বর জার্সি মানেও পেলে। এই জার্সির উত্তরাধিকার হওয়ার আগে পেলের উদ্দেশ্যে সর্বোচ্চ সম্মান জানাতে ভুলেননি নেইমার।
সান্তোসের ফেইসবুক পেইজে ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে পেলেকে নিয়ে নেইমার বলেছেন, ‘কিং পেলে, আপনার ইচ্ছা আমার কাছে আদেশের মতো। সিংহাসন ও মুকুট এখনও আপনার, কারণ আপনি চিরন্তন। তবে এই ১০ নম্বর… যে পবিত্র জার্সি প্রতিনিধিত্ব করে সান্তোস ও গোটা বিশ্বের অনেক কিছু, সেই জার্সি গায়ে চাপানো আমার জন্য সম্মানের। আপনার উত্তরাধিকারের সম্মান রাখতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিচ্ছি।’