নাটোরে জেলা আওয়ী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কান্দিভিটা এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে জুলাই স্মৃতি শিশু পার্ক, নাটোরের সাইনবোর্ড টাঙিয়ে দেন তারা।
এর আগে বুধবার(৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
জানা যায়, বুধবার রাতে মাইকে ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ডুপ্লেক্স বাড়িতে গিয়ে ভাঙচুর করে। এসময় বাড়ির ভেতরে থাকা গাড়িতে আগুন দেয়। এসময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন।
গত (৫ আগস্ট) শহরের কান্দিভিটুয়া এলাকায় সাবেক সংসদ সদস্য শিমুলের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। তারই কিছু ধ্বংসাবশেষ ভাঙচুর করে আগুন ধরিয়ে তারা।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বলেন, গত কালের ধানমন্ডি ৩২ নম্বরের ধারাবাহিকতায় নাটোরের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করছি। পরে আলোচনা করে অন্যান্য কর্মসূচি গ্রহণ করব।
নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, খবর পেয়েছি, তবে ওই বাড়িতে কিছুই নেই। আর বাড়িতে কেউ থাকেও না।