নড়াইল জেলা বিএনপির কাউন্সিল আগামী রবিবার অনুষ্ঠিত হবে। আজ রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাউন্সিলের জন্য আইনজীবীদের নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারা হলেন- অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ (আহ্বায়ক), অ্যাডভোকেট এস এম আব্দুল হক (সদস্য), অ্যাডভোকেট মো. আলমগীর মিয়া (সদস্য), অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু (সদস্য)।