বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ব্রিটজকের ১৫০ হেরে গেল উইলিয়ামসনের ১৩৩’র কাছে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম

অভিষেক ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ রানের কীর্তি এমনকি প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৫০ রান করার ম্যাচে হারের কষ্ট সইতে হলো ম্যাথিউ ব্রিটজকে। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০৫ রানের লক্ষ্য ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। এ জয়ে সিরিজের ফাইনালে খেলা নিশ্চিত হলো কিউইদের।

আর তা সম্ভব হয়েছে কেন উইলিয়ামসনের অপরাজিত ১৩৩ রানের ইনিংসের সুবাদে। ২২ জুন ২০১৯, ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন কেন। তার আগের ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছিলেন তিন অঙ্কের দেখা। সেই থেকে সেঞ্চুরির খরা চলছিল আধুনিক ক্রিকেটের ফ্যাব ফোরের একজন কেনের। লাহোরে ৭০ বলে ১০০ পূর্ণ করে প্রায় ৬ বছরের অপেক্ষার অবসান ঘটান তিনি। রান তাড়ায় সেঞ্চুরি পেতে পারতেন ডেভন কনওয়েও। কিন্তু নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে ৯৭ রানে সাজঘরে ফেরেন তিনি। তার আগে দ্বিতীয় উইকেটে দুজনের ১৮৭ রানের জুটিই তিনশ তাড়া করা জয়ের ভিত গড়ে দেয় কিউইদের। শেষ পর্যন্ত উইলিয়ামসন অপরাজিত থাকেন ১৩ চার ও ২ ছ্ক্কায় ১১৩ বলে ১৩৩ রানের ইনিংস খেলে।

এর আগে চতুর্থ দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেন বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে শূন্য করা ব্রিটজকে। ১২৮ বলে সেঞ্চুরি করার পর মাত্র ২০ বলে পরের ৫০ রান করেন তিনি। ব্রিটজকে ১৫০ রান করেন ১৩৮ বল খেলে, হাঁকান ৫টি ছক্কা ও ১৪টি চার। এর সঙ্গে উইয়ান মুলডারের ৬৪ ও জেসন স্মিথের ৪১ রানে ৬ উইকেটে ৩০৪ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত