মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

শিক্ষকদের ওপর আজও পুলিশের জলকামান, লাঠিচার্জ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম

হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা শাহবাগ মোড়ে আন্দোলন করেছেন। এ সময় পুলিশ তাদের ওপর আবারও বল প্রয়োগ করে। একপর্যায়ে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অবরোধকারীদের রাস্তা থেকে সরাতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার শুরু করে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, বেলা একটা থেকে ঘণ্টা দুয়েকের জন্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

তাদের ওপর জলকামান দিয়ে পানি ছেটানো হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, রাস্তা আটকালে তো জলকামান মারতেই হবে। তারা রাস্তা আটকায়ে আন্দোলন করতেছিল।

গণমাধ্যমের খবর অনুযায়ী, আজ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে জানতে চাইলে ওসি খালিদ মনসুর বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি। এখনই আপনাকে কোনও তথ্য দিতে পারছি না।

বিকেল চারটার দিকে পুলিশ জানিয়েছে, বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় থেকে সরে গেছে। এখন হয়তো দুই একজন বিচ্ছিন্নভাবে জাদুঘরের সামনে থাকতে পারে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীদের কয়েকজন অবস্থান করছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত