বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নগদ প্রশাসকের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫ এএম

নগদের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার মতিঝিলের শাপলা চত্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সমানে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন-পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক বায়জিদ সরকার, শাহরিয়ার সিদ্দিকী (সহকারী মুখপাত্র), এস্তেকমাল হোসেন এবং অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মাসুম বিল্লাহ।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, সারা দেশে যে ডেবিল ফোর্স সক্রিয়, তারই ধারাবাহিকতায় নগদ প্রশাসকের ওপর হামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলেন, এই হামলা কোনো সাধারণ ঘটনা নয়। আর্থিক খাতে সংস্কার বাধাগ্রস্ত করতেই কর্মকর্তাদের ওপর আঘাত আসছে। হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। এদিকে গতকাল সকালে বাংলাদেশ ব্যাংক চত্বরে জড়ো হন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তারা শাপলা চত্বরে মানববন্ধন শেষে আবার বাংলাদেশ ব্যাংক চত্বরে এসে সমাবেশ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত