সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

লক্ষ্মীপুরে সমাহিত হলেন অভিনেতা সানী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। গতকাল দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, রাতে উত্তরায় কয়েকজন পরিচালকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সানী। এসময় হঠাৎ তার কাশি উঠে এবং সে মাটিতে গড়িয়ে পড়ে যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। এরপর রাত তিনটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এদিকে আজ ভোরেই নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয় সানীর মরদেহ। বাদ জোহর সেখানে জানাজা শেষে সেখানকার গোরস্থানে অভিনেতাকে দাফন করা হয় বলে জানিয়েছেন নাট্য পরিচালক মাসরিকুল আলম।

তিনি জানান, গতকাল রাতে যখন কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলো তখন আমাকে জানিয়েছিলেন যে, আমার বাসায় আসবেন। রাতে আমার বাসায় এসে খাওয়া দাওয়া করবেন। এরপর খবর পেলাম তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে এসে দেখলাম তিনি আর নেই।

মাসরিকুল আলম বলেন, আমরা কয়েকজন মিলে উনার গ্রামের বাড়িতে এসেছি।বাদ জোহর জানাজা শেষে এখানকার গোরস্থানে তাকে দাফন করা হয়। 

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। এরপর ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। চরিত্রাভিনেতা হিসেবে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে সানীকে।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার ‘আবদুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি’।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত