বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পুরনো গল্প নতুন করে শোনালেন বাংলাদেশের অধিনায়ক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

বোলিং নিয়ে সন্তুষ্টি, ব্যাটিং নিয়ে হতাশা এ যেন বাংলাদেশ দলের নিয়মিত চিত্র। চ্যাম্পিয়নস ট্রফিতে 'এ' গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে আসর থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুবাইয়ে ২২৮ আর নিউজিল্যান্ডের বিপক্ষে সোমবার রাওয়ালপিন্ডিতে ২৩৬ রান করে বাংলাদেশ।

দুই ম্যাচেই বাংলাদেশের বোলাররা স্বল্প পুঁজি নিয়েও সাধ্যমতো লড়াই করেছেন। সমস্যাটা যে ব্যাটিংয়ে তা বোঝা যায় আরেক পরিসংখ্যানে। দুই ম্যাচ মিলিয়ে ৯৯.৪ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। এর মধ্যে ৫৬.৪ ওভার শুধু ডট বল খেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা।

শান্ত বলেন, 'আমাদের বোলিং ইউনিট যদি দেখেন, গত কয়েক বছরে আমরা দারুণ করেছি। মানসম্পন্ন কিছু ফাস্ট বোলার ও স্পিনার আছে আমাদের। সবসময় একজন রিস্ট স্পিনার চেয়েছি আমরা। সেটিও এখন পেয়ে গেছি। আমার মনে হয়, ব্যাটিং গ্রুপ ও ফিল্ডিংয়ে দল হিসেবে অনেক উন্নতি করতে হবে আমাদের। ব্যাটিংয়ে উন্নতির কথা আমি অনেকবার বলেছি। কিন্তু বারবার আমরা একই ভুল করে গেছি। ব্যাটিংয়ে কীভাবে উন্নতি করতে পারি, এখানে সত্যিই মনোযোগ দিতে হবে অনেক। আশা করি, এই টুর্নামেন্টের পর ব্যাটিং ইউনিট হিসেবে আমরা কিছু বদল আনবো, ভিন্ন পথের কথা ভাববো এবং ব্যাটিংয়ে উন্নতির চেষ্টা করবো।'

তবে এই পরিবর্তন মানে ক্রিকেটারের বদল নয়, ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন। 'পরিবর্তন বলতে ক্রিকেটার বদলে যাওয়ার কথা বলিনি। চিন্তাভাবনায় আরেকটু পরিবর্তন কীভাবে আনা যায়, আরেকটু কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি, ওই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারি… আসলে আমাদেরই করতে হবে।'

দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফি আসর থেকে বিদায়ের পর দায়িত্ব নেওয়ার পুরনো সেই গল্পই যেন নতুন করে বললেন বাংলাদেশের অধিনায়ক। 'আমাদের রসদ যা আছে, এদেরকেই সুযোগ দিয়ে দিয়ে এই জায়গাটায় পরিবর্তন আনতে হবে এবং দায়িত্ব নিতে হবে। আমার মনে হয়, এই জায়গাটিতে (ব্যাটিং) আমরা একটু হালকাভাবে নিচ্ছি। আরেকটু দায়িত্ব নেওয়া উচিত।'

চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশের পরবর্তী সীমিত ওভারের সিরিজ আগামী মে মাসে পাকিস্তান সফর।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত