পূর্ব-ঘোষিত ‘মার্চ টু কোর্ট’ কর্মসূচি অনুযায়ী ঢাকার শিক্ষানবিশ বা ইন্টার্ন চিকিৎসক এবং ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্ট ফটকে পুলিশ তাদের আটকে দেয়।
তাদের মূল দাবি হলো, 'ডাক্তার' পদবি শুধু এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখা।
গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশের চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ইন্টার্ন চিকিৎসকরাও একই দাবিতে বিক্ষোভ করেছেন। এই দাবিতে তারা ‘একাডেমিক শাটডাউন’ ও কর্মবিরতি পালন করায় চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।
চিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি জাবির হোসেন বলেন, আমরা কষ্ট করে পাঁচ বছর এমবিবিএস ডিগ্রি করি। আর কেবল বিভিন্ন মেয়াদী কোর্স করেই তারা ডাক্তার হতে চায়।