বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আদালতে হাজিরা দেননি পরিচালক, অতঃপর ...

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম

আরও এক বার বিপাকে ভারতের একসময়ের জনপ্রিয় পরিচালক রামগোপাল বার্মা। তার বিরুদ্ধে মুম্বাইয়ের দায়রা আদালতে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। এর আগে একটি চেক বাউন্সের ঘটনায় আদালত পরিচালককে নোটিশ পাঠায়। কিন্তু তারপরেও আদালতে হাজিরা দেননি পরিচালক।

গত ২১ জানুয়ারি মুম্বাইয়ের একটি আদালত রামগোপালকে তিন মাসের কারাদণ্ড দেয়। একই সঙ্গে পরিচালককে পরবর্তী তিন মাসের মধ্যে তিন লক্ষ ৭২ হাজার রুপিও শোধ করতে নির্দেশ দেয়া হয়।

সম্প্রতি সাজা মওকুফ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন ‘সত্য’ ছবির পরিচালক। কিন্তু ৪ মার্চ আদালত পরিচালকের দাবি নস্যাৎ করে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে। আদালত জানিয়েছে, জামিনের আবেদন করার আগে রামগোপালকে আদালতে হাজিরা দিতে হবে। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে পরিচালকের আইনজীবীকে আদালতে নথি জমা দিতে বলা হয়েছে।

ঘটনাটি ২০১৮ সালের। রামগোপাল ও শ্রী নামে এক সংস্থার মধ্যে আর্থিক লেনদেন নিয়ে সমস্যা তৈরি হয়। চেক বাউন্স করার অভিযোগ ওঠে পরিচালকের বিরুদ্ধে। তিন মাস সময় থাকা সত্ত্বেও রামগোপালের অ্যাকাউন্টে ৩.৭২ লক্ষ রুপি ছিল না। এর জেরেই ওই সংস্থাটি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এর পরে একাধিক শুনানি হয়েছে। কিন্তু পরিচালক হাজিরা না দেওয়ার জন্য এ বার আদালত জামিন অযোগ্য ধারায় মামলা করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত