বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ভূঞাপুর

ডিলারশিপ না পাওয়ায় হাত কেটে ফেলার হুমকি বিএন‌পির নেতার

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে ডিলার‌শিপ না পাওয়ায় বিএনপি নেতার বিরু‌দ্ধে খাদ‌্য কর্মকর্তা‌কে হাত কে‌টে মে‌রে ফেলার হুম‌কি দেওয়ার অভি‌যোগ উঠে‌ছে। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত বিএনপি নেতার নাম আব্দুস ছালাম। তিনি উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, উপজেলা ইউনিয়ন পর্যা‌য়ে খাদ‌্য কর্মসূচির ডিলার‌শিপ বরাদ্দের জন‌্য গত ৬ মার্চ লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তার কার্যালয়। লটা‌রির মাধ‌্যমে উপজেলার ৬টি ইউনিয়নে ২৪ জন‌কে ডিলারশিপ নিয়োগ করা হয়। এসময় আবেদনকারীরা উপস্থিত ছি‌লেন।

এদি‌কে আবেদনকারী বিএনপির নেতা আব্দুস ছালাম লটা‌রি‌তে বিজয়ী হ‌তে না পে‌রে ক্ষুব্ধ হয়।

খাদ‌্য কর্মকর্তার কার্যাল‌য়ের ক‌ম্পিউটার অপারেটর শাহনাজ খাতুন ও অফিস সহকারী হৃদয় জানান, বিএন‌পি নেতা তার দলবল নিয়ে অফিসে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ডিও বন্ধ না করলে হাত কেটে‌ মে‌রে ফেলার হুমকি দেন। বিএনপি নেতার এমন হুমকিতে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

অভিযুক্ত গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম বলেন, ওই খাদ্য কর্মকর্তা অতিরিক্ত বলেছেন। তার সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, হঠাৎ অফিসে আব্দুস ছালাম এসে গালিগালাজ ও হুমকি-ধামকি শুরু করে। প‌রে বিষয়টি উপজেলা নির্বাহী স্যারকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দেশনা মোতা‌বেক পরবর্তীতে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, সাংবা‌দিক‌সহ সবার সাম‌নেই ওই বিএন‌পি নেতা হুম‌কি দি‌য়ে‌ছেন। তার বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত