রাজধানীর বনানীতে পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সেই গাড়ির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ সোমবার বিকেলে বিআরটিএ ঢাকা মেট্রো-২ এর উপ-পরিচালক মো. সানাউল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরযানটি বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এক নারী পোশাক শ্রমিককে চাপা দিলে তিনি মারা যান। এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো। মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো-২ সার্কেলে হাজির হতে হবে। অন্যথায় মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিআরটিএ ঢাকা মেট্রো-২ উপ-পরিচালক মো. সানাউল হক দেশ রূপান্তরকে বলেন, গাড়ির মালিককে ফোন দেওয়া হচ্ছে। ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যাচ্ছে না। আগামী তিন কার্যদিবসের মধ্যে পাওয়া না গেলে সেই মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।