জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, জুলাই আন্দোলনের ছাত্র ও শ্রমিকদের ভূমিকা অবস্মরণীয়। সামনের সারি থেকে ভূমিকা রাখা এবং জীবন দেওয়া শ্রমিক, ছাত্ররাই নয়া বিপ্লবের মহানায়ক।
আজ সোমবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চলের (ঢাকা-১২ সংসদীয় আসন) উদ্যোগে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অঞ্চল সহকারী পরিচালক, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হাতিরঝিল পশ্চিম আমীর ইউসুফ আলী মোল্লা, শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ, হাতিরঝিল পূর্ব সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. সুলতান মাহমুদ, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তর শিবিরের দাওয়াহ সম্পাদক আবু বকর সিদ্দীক মিকদাদ, শ্রমিক নেতা কামাল উদ্দিন রায়হান প্রমুখ।
সাইফুল আলম খান মিলন বলেন, সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়ানো ইসলামের দাবি। মানুষের অভাব পূরণে জামায়াত কর্মীদের সর্বোচ্চ চেষ্টা করা উচিৎ। তিনি সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত ঢাকা-১২ গড়ে তুলতে শ্রমিক ও ছাত্র নেতৃবৃন্দকে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান।