সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

তালতলীতে আটক ৩

১ লাখ টাকার তরমুজ বিক্রি করলে ১০ হাজার চাঁদা দাবি

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৫:৫১ পিএম

বরগুনার তালতলীতে তরমুজের গাড়িতে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার সোহরাব হোসেনের ছেলে মো. জুবায়ের হোসেন (২২),  রব মুসুল্লির ছেলে এনামুল হক (২২) ও মো. মোস্তফার ছেলে মো. মাসুম।

জানা যায়, কামরাঙ্গীরচর এলাকার মো. সজিব মিয়া উপজেলার নলবুনিয়া এলাকায় ৬৫ একর জমিতে তরমুজ চাষ করছেন। ওই জমির তরমুজ পাইকারের কাছে বিক্রি করে দেন। ব্যবসায়ীরা তরমুজ কেটে ট্রাকে উঠালে চাঁদা দাবি করেন জুবায়ের হোসেন, এনামুল হক ও মো. মাসুমসহ স্থানীয়  কয়েকজন। চাঁদা না দেওয়ায় সকাল থেকে তরমুজ পরিবহনের ট্রাক অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেন। এ সময় কয়েকজন পালিয়ে যায়।

তরমুজ চাষি সজিব মিয়া বলেন, স্থায়ীন কয়েকজন আমার কাছে ১ লক্ষ টাকার তরমুজ বিক্রি করলে ১০ হাজার চাঁদা দাবি করেন‌। চাঁদা না দেওয়াতে তারা আমার গাড়ি আটকে রাখে। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, কৃষকের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত