মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বকেয়া বেতনের দাবিতে রাস্তায় বসে পড়লেন শ্রমিকরা, তীব্র যানজট

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০১:৪৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সেখানকার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েন।

আজ বুধবার সকাল থেকে মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার খান টেক্স ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার কয়েক শ শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া সড়কে নেমে অবরোধ করে আন্দোলন করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্দ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর দেড়টা) শ্রমিকরা সড়কে অবস্থান করে আন্দোলন করছিলেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষুব্দ শ্রমিকদের দাবি- তাদের দুই মাসের বেতন বকেয়া পড়ে আছে। কারখানা কতৃর্পক্ষ নানা টালবাহানা করছে পাওনা টাকা দিতে। নিরুপায় হয়ে সড়কে নেমে পড়েন শ্রমিকরা। তাদের শঙ্কা ঈদেও পাওনা টাকা দিতে গড়িমসি করতে পারে কারখানা কতৃর্পক্ষ। এমন আশঙ্কা থেকে নারী-পুরুষ মিলে সড়ক অবরোধ করে তাদের বকেয়া বেতন পাওনার দাবি করেন বলে তাদের দাবি।

আন্দোলনরত শ্রমিক ফাতেমা আক্তার বলেন, দুমাস ধরে বেতন পাচ্ছি না। দেই ,দিচ্ছি করে তিনমাস চলছে। আমাদের সংসার কী করে চলে এটা কি মালিকপক্ষ একবারও চিন্তা করেন না। বাড়ির মালিক বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। দোকানে বাকি বাড়ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন- নিয়মিত কাজ করে মাস শেষে বেতন না পেয়ে রাস্তায় নামতে হলো। আমরা চরম কষ্টে আছি।

চালক ফুরকান আলী বলেন, সেই সকাল থেকে পণ্যবাহী ট্রাক বন্ধ করে রাস্তায় বসে আছি। রাস্তার দুপাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। গরমে রোজার দিনে চরম কষ্টে পড়েছি।

কারখানা কর্মকর্তা (অ্যাডমিন) হুমায়ুন কবির বলেন, শ্রমিকরা বিনা কারণে রাস্তা অবরোধ করেছে। তারা অযৌক্তিকভাবে কর্মবিরতি দিয়ে আন্দোলনে নেমেছে। তাদের সঙ্গে চুক্তি ও শর্তমতে এক মাসের পাওনা বেতন আছে, যা মার্চের মাঝামাঝি পরিশোধের নিয়ম। কিন্তু তারা সব শর্ত ভুলে রাস্তায় নেমে পড়ল।

গাজীপুর শিল্পপুলিশের ওসি আবদুল লতিফ জানান, খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ বিক্ষুব্দ শ্রমিকদের সঙ্গে কথা বলেছে। দুপক্ষের সঙ্গে কথা চলছে। সড়কে অচল অবস্থায় পড়ে আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত