বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

টুখেলের প্রথম ইংল্যান্ড স্কোয়াডে চমক

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৯:০০ পিএম

২০২৪ সালের অক্টোবরে জানানো হয় ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস টুখেল। তবে টুখেল দায়িত্ব পালন শুরু করেছেন ২০২৫'র ১ জানুয়ারি থেকে। জার্মান এই কোচ এর আগে ক্লাব ফুটবলে কোচিং করিয়ে সফলতা পেয়েছেন। চলতি মার্চে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড। দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন টুখেল। দলে আছে বেশ কিছু চমক।

টুখেল ইংল্যান্ডের দল ঘোষণা করলেন এবারই প্রথম। কারণ জাতীয় দলের সঙ্গে টুখেলের প্রথম অ্যাসাইনমেন্ট বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচ। গ্রুপ পর্বে ২১ মার্চ আলবেনিয়া ও ২৪ মার্চ লাটভিয়ার বিপক্ষে ম্যাচ।

দলে সুযোগ পেয়েছেন আর্সেনালে খেলা তরুণ খেলোয়াড় মাইলেস লেউইস-স্কেলি। এই মৌসুমে ক্লাবের হয়ে ২৬ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। এছাড়া সুযোগ পেয়েছেন নিউক্যাসলে খেলা ডিফেন্ডার ডান ব্রুন।

রেসে জেমস, জর্ডান হ্যান্ডারসন ও মার্কাস রাশফোর্ড ফিরেছেন দলে। জেমস ফিরলেন ২০২৩ এর মার্চের পর। জেমসের সঙ্গে টুখেলের সম্পর্ক ভালো। ২০২০-২১ মৌসুমে চেলসিতে টুখেলের কোচিংয়ে খেলে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল জেমস।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত