বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

গাজীপুরে ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৫:১৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও ইটভর্তি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় এক পুলিশ সদস্যসহ আরও ২ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের সদর উপজেলার সুনিয়াটেক এলাকার ওয়াহেদ আলী চাঁনের ছেলে ওবায়দুর রহমান (৫০), কালিয়াকৈর উপজেলার সালদোপাড়া এলাকার মৃত বাসুক আলী মাতব্বরের ছেলে আব্দুল আজিজ (৭০) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৬৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে সিএনজিটি শ্রীপুর উপজেলার মাওনা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈর যাচ্ছিল। পথে নামাশুলাই এলাকায় ওভারটেকিং করার চেষ্টা করে। এসময় বিপরীত দিকে থেকে আসা শ্রীপুরগামী ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে যাত্রীবাহী সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক ওবায়দুর, যাত্রী আব্দুল আজিজ ও তার স্ত্রী সুফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় ওই সিএনজির যাত্রী এমদাদুল নামে এক পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অপর আহতের নাম-ঠিকানাও জানা যায়নি। পরে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এছাড়াও পুলিশ ওই দুর্ঘটনাকবলিত সিএনজি ও ঘাতক ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়েছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

কালিয়াকৈর থানার তদন্ত ওসি জাফর আলী খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে সঙ্গে ঘাতক ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেলেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত