ইতালির তুরিন শহরে স্পেশাল অলিম্পিকসের বিশ্ব শীতকালীন গেমসে ফ্লোর বল ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়ে এ অর্জন নিয়ে আসেন বাংলাদেশের মেয়েরা। শনিবারের ফাইনালে বাংলাদেশ দলের হয়ে গোল করেছেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন।
এর আগে এই ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারায়, ইউক্রেন হারায় ভারতকে। ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন দুই দলের খেলোয়াড়রা।
এ সাফল্যের পেছনে সবার অবদানকে তুলে ধরে বাংলাদেশ দলের উপ প্রধান কামরুন্নাহার ডানা বলেছেন, ‘বাংলাদেশ দলের খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমে এমন সাফল্য এসেছে। এছাড়া হেড কোচ রাজু ও সহকারী কোচ বিউটিসহ দলের সবাই পরিশ্রম করেছ। ডেলিগেশনে যারা ছিল তাদেরও নির্দেশনা ছিল। সবার দোয়ায় এমন সাফল্য এসেছে।’
আসরে বাংলাদেশ দলে খেলেছেন- ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার। মূলত শীতকালীন দেশগুলোর বুদ্ধিপ্রতিবন্ধিতাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আয়োজিত হয় বিশেষ এই গেমস। যেখানে ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন এবার। আলপাইন স্কিইং, ক্রস কান্ট্রি স্কিইং, ডান্সস্পোর্ট, ফিগার স্কেটিং, ফ্লোরবল, শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং, স্নোবোর্ডিং, স্নোশুজসহ মোট আটটি ডিসিপ্লিন রয়েছে। যেসব দেশে তুষারপাত হয় না তাদের জন্যই হকির মতো খেলতে এ ফ্লোরবল ইভেন্টটি। গতবারও এ ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ।