বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বগুড়া প্রফেশনালস্ ক্লাবের ইফতার মাহফিল ও বাফেট ডিনার অনুষ্ঠিত

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১১:৩৫ পিএম

ঢাকার গুলশানে এ্যাবাকাস ক্যাফে এন্ড রেস্টুরেন্টে বগুড়া প্রফেশনালস্ ক্লাবের ইফতার মাহফিল ও বাফেট ডিনার অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি ও কো- ফাউন্ডার মুনজুরুল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, ঢাবির বর্তমান সিন্ডিকেট সদস্য এবং বিপিসির সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. তাজমেরি এস এ ইসলাম।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং বিপিসির সম্মানিত উপদেষ্টা প্রকৌশলী রেজাউল করিম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিপিসির সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. হাছানাত আলী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. কে. এম. তারিকুল আলম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এবং বিপিসির সম্মানিত উপদেষ্টা সুরাইয়া আখতার জাহান (অতিরিক্ত সচিব), গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী এবং বিপিসির সম্মানিত উপদেষ্টা মো. আশরাফুল আলম, বাংলাদেশ পুলিশের এসবির ডিআইজি এবং বিপিসির সম্মানিত উপদেষ্টা মীর আশরাফ আলী, বাংলাদেশ নির্বাচন কমিশনের যুগ্মসচিব এবং বিপিসির সম্মানিত উপদেষ্টা ডি এম আতিকুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মন্জুরুল ইসলাম ও যুগ্মসচিব মো. মাহফুজার রহমান। 

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিপিসির সম্মানিত উপদেষ্টা তৌহিদুল ইসলাম টিটু , বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন চৌধুরী, পুলিশের এডিশনাল ডিআইজি মো. আনিছুর রহমান, এনএসআইয়ের ডাইরেক্টর মো. আলমগীর হোসাইন স্যার, এনএসআইয়ের এডিশনাল ডাইরেক্টর কমোডর আব্দুল ওয়াদুদ তরফদার স্যার, ডুয়েটের অধ্যাপক ড.এ এন এম মোমিনুল ইসলাম মুকুট, উপসচিব ও বিপিসির সম্মানিত ইসি মেম্বার আব্দুল ওয়াদুদ, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, ঠাকুরগাও পিবিআইয়ের এসপি আবু তোরাব শামসুর রহমান, ডিএমপির এডিসি মো. ফজলুল করিম, পুলিশ হেড কোয়াটারের এডিশনাল এসপি মো. আসাদুজ্জামান রিংকু, ঢাকাস্হ বৃহত্তর বগুড়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ইউনিকেয়ার প্লাসের সত্বাধীকারী জিন্নাতুল হাসান , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক ডাইরেক্টর সামিউল ইসলাম খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এ্যাটর্নী জেনারেল এ্যাড মো. গোলাম আক্তার জাকির,মুন্সীগঞ্জ সদরের এসি ল্যান্ড ও বিপিসির বোর্ড মেম্বার হাসানুর রহমান পলাশ, কৃষি ব্যাংকের এজিএম আহসান হাবীব সুমন, এসপিও রফিকুল ইসলাম ,কাস্টমস কর্মকর্তা, বিপিসির ফাউন্ডিং ও ইসি মেম্বার লুৎফর রহমান রাজু পিও সুলতান আহমদসহ প্রায় শতাধিক পেশাজীবী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ট্রেজারার ও কো- ফাউন্ডার এ্যাড রিজভী আহমেদ। প্রধান অতিথি বলেন, বিপিসি প্রতিষ্ঠালগ্ন থেকেই বগুড়ার পেশাজীবীদের  আন্তঃসম্পর্ক বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তিনি বগুড়ার উন্নয়ন দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। ক্লাব সেক্রেটারি ও কো-ফাউন্ডার মো. মাছুদুর রহমানের ধন্যবাদ জ্ঞাপন ও বাফেট ডিনারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত