শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কুবি শিক্ষক আনিছের প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীরও খাতা জব্দের দাবি

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০১:২১ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে ওঠা প্রশ্নফাঁসের অভিযোগের দ্রুত তদন্ত সম্পন্ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে তদন্ত কমিটিতে দুই জন ব্যাচ প্রতিনিধি যুক্ত করার দাবি জানিয়েছে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

রবিবার (১৬ মার্চ) উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যাচ প্রতিনিধি আদনানুল আলম ও মরিয়াম আক্তার শিল্পীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি বিভাগীয় প্রধানের মাধ্যমে তদন্ত কমিটি বরাবর জমা দেন তারা। এতে ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ দফা দাবি উপস্থাপন করা হয়। 

স্মারকলিপিতে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি তদন্তের প্রাথমিক প্রতিবেদন আগামী পরীক্ষার পূর্বেই শিক্ষার্থীদের অবহিত করার দাবি জানানো হয়। 

দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি হলো যে ড্রাইভে সংশ্লিষ্ট অভিযোগ ও অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণাদি ছিল তা নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ তাদের, সেসব প্রমাণাদি বিনষ্ট হওয়ার আগেই যথাযথ ব্যবস্থা গ্রহণ। সংশ্লিষ্ট অভিযোগের সাথে যুক্ত শিক্ষার্থীর খাতা জব্দ এবং আগামী পরীক্ষার আগে অভিযুক্তের খাতার সাথে প্রমাণাদি মিলিয়ে প্রাথমিক একটি প্রতিবেদন জমা। কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করা। ৩০৬ কোর্সের যে বিফোর ফাইনালের নাম্বারিং এসাইনমেন্ট মিড দেওয়া ব্যতীত কীভাবে করা হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা।

এবিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খানকে প্রশ্ন করা হলে তদন্তচলাকালীন সময়ে তিনি কোন কথা বলতে রাজি নন বলে জানান।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার (১২ মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে উত্তরসহ প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ আসে একটি বেনামি মেইলের মাধ্যমে। যেখানে যথেষ্ট প্রমাণাদিও যুক্ত করা হয় একটি ড্রাইভ ফাইলের মাধ্যমে। এ ঘটনায় বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয় এবং তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষককে তদন্তচলাকালীন সময়ে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত