বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চাঁদপুরে জেলেদের চাল বিতরণকালে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৭:২৩ পিএম

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের (বিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে বহরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের জেলেদের চাল বিতরণকালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, কার্ড ব্যতিত কিছু জেলে চাল নিতে চাইলে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া অনুসারী এবং ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সুমন আহমেদ ভূঁইয়ার অনুসারীদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে দু’গ্রুপের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত