শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৩

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৬:২০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও সেচ্ছাসেবকদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. হাসিব (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত এবং ৩ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার ৬নং ওয়ার্ডের মৃত আয়নাল হোসেনের ছেলে।  

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শামীমের সঙ্গে সেচ্ছাসেবকদলের রাব্বানী ও করিমের চনপাড়ার মাদক ও অপরাধ সাম্রাজ্য নিয়ে বিরোধ চলে আসছিল। রাব্বানী ও করিম আগে যুবদলের সঙ্গে যুক্ত থাকলেও শামীমের সঙ্গে বিরোধের জেরে তারা যুবদল ছেড়ে স্বেচ্ছাসেবক দলে যোগ দেয়। এদিকে রাব্বানী, করিম ও রবিন আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের শেল্টারে এলাকায় মাদক ব্যবসা চালাতো। ঘটনার দিন রাতে চনপাড়ার অপরাধ সাম্রাজ্যের আধিপত্য নিয়ে যুবদল নেতা শামীম ও তার লোকজনের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বানী, রফিক, শাকিল ও তার লোকজনের বৈঠক হয়। এ বৈঠকে শামীম ও রাব্বানীর দুই গ্রুপের লোকজনের মাঝে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা  হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই গ্রুপের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একপক্ষ আরেক লক্ষ্য করে গুলিবর্ষণ ও ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর সংঘর্ষে  হাসিবসহ ৩ জন গুলিবিদ্ধ হয়। হাসিবকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথেই হাসিবের মৃত্যু হয়। সংঘর্ষের উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে হাসিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চনপাড়া এলাকায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় উভয় গ্রুপের সদস্যরা। এসময় শতাধিক বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। লুটপাটে বাদ যায়নি নারীদের কানের দুল ও গলার চেইনও। এ ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।  সংঘর্ষের খবরে যৌথ বাহিনী চনপাড়া এলাকায় সকাল থেকে অভিযান পরিচালনা করছে।

হাসিবের বড় ভাই দারোয়ান বাবু বলেন, ‘গত মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী রবিনকে এলাকাবাসী আটক করে। এসময় ইউনিয়ন সেচ্ছাসেবকদলের কর্মী রাব্বানী ও তার লোকজন এসে তাকে ছাড়িয়ে নেয়। পরে  সকালে তারা তাদের লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়।’ 

এ ব্যাপারে যুবদল নেতা শামীম বলেন, ‘আমি এলাকায় নেই। শুনেছি রবিন নামে এক মাদক ব্যবসায়ীকে কেন্দ্র করে রাব্বানীর লোকজন যুবদল কর্মী হাসিবের উপর গুলিবর্ষণ করে। এতে সে নিহত হয়। এ ঘটনায় তার পরিবার আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’ এ ব্যাপারে রাব্বানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। 

এ ব্যাপারে জেলা ‘গ’ সার্কেলের সহকারি পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘চনপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামীম ও রাব্বানী গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষী যেই হউক তাকে ছাড় দেওয়া হবে না।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত