বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বৈষম্যবিরোধী আন্দোলন, ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র প্রদর্শণে অনুমতির নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৯:১০ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর ভিত্তি করে নির্মিত ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র সার্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ  রুলসহ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, হাইকোর্ট এ চলচ্চিত্রের বিষয়ে তিন দিনের মধ্যে সার্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশ দিয়েছেন। চলচ্চিত্রটির প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল এ রিট আবেদনটি করেন। 

বৈষ্যমবিরোধী আন্দোলনকে ভিত্তি করে চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া, লুৎফর রহমান জর্জসহ আরও অনেকে। নির্মাণ শেষে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হলে গত বছরের ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রিভিউ করলেও এখনো প্রদর্শনের অনুমতি পাননি  সিনেমা সংশ্লিষ্টরা। এরপর আইনি নোটিশ দিয়ে সাড়া না পেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টের আদেশ হাতে পাওয়ার তিনদিনের মধ্যে চলচ্চিত্রটির সার্টিফিকেশন সনদ ইস্যু করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত