মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আন্দোলনে হামলাকারী কুবির ডেপুটি রেজিস্ট্রারকে বরখাস্ত

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০২:২৩ পিএম

আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার (ওএসডি) মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ জাকির হোসেনকে গত ১৩ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আইনি পরামর্শক লিখিত মতামতে তাকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেন।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯ (২) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ (১) অনুযায়ী ১৩ জানুয়ারি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি চাকরি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা (Subsistence Allowance) প্রাপ্য হবেন।

উল্লেখ্য জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের ওপর ২৯ জুলাই হামলার মামলার আসামি হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাবেক সভাপতি জাকির হোসেন আটক করে পুলিশ। এর আগে ৯৫তম সিন্ডিকেট সভায় শিক্ষকদের থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়ার হুমকি দেওয়ায় তাকে ওএসডি করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত