শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বাংলাদেশ ম্যাচের আগে হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৮:৩৮ পিএম

আগামী সপ্তাহেই এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় খবর হামজা চৌধুরীর আগমন। সব ঠিক থাকলে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই তার জাতীয় দলে পদচারণা শুরু হবে। তার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলারকে নিয়ে মুখ খুললেন ভারত কোচ মানোলো মার্কেজ।

গতকাল এক প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ দলের নতুন এই মিডফিল্ডারকে নিয়ে মার্কেজ বলেন, ‘হামজা একজন অসাধারণ খেলোয়াড়। সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু সে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। তবে বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। কারণ, গত তিন বা চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলে যাচ্ছে।’

আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপকে হারিয়ে ভারত এখন তরতাজা। টানা ১২ ম্যাচ পর এই জয় যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা বোঝা গেল মার্কেজের কথায়, ‘যখন আপনি জিতবেন, সেটা আপনাকে আনন্দ দেবে। আপনি ভালো বা খারাপ খেলতে পারেন কিন্তু অনেকগুলো ম্যাচের পর জয় পাওয়া গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবনা জানতে চাইলে ভারত কোচ বলেন, ‘আমার মনে হয়, এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা, দুই দলের জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত