সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কখন, কীভাবে দেখবেন আইপিএলের উদ্বোধন?

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১০:১২ এএম

আজ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসর। বিশ্বের সবচেয়ে দামি এবং জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ট ইডেন গার্ডেন্সে। এরপর প্রথম ম্যাচে আজিঙ্কা রাহানের কলকাতার মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মানেই একঝাঁক বলিউড অভিনেতা–অভিনেত্রী এবং সংগীতশিল্পীদের চোখধাঁধানো পারফরম্যান্স। এবারও সেটির ব্যতিক্রম হচ্ছে না। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন নাইট রাইডার্স মালিক শাহরুখ খান, ‘সিকান্দার’ সিনেমার প্রচারে থাকবেন আরেক সুপারস্টার সালমান খান। এছাড়া বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি, অভিনেতা বরুণ ধাওয়ান ও সঞ্জয় দত্তের থাকার কথা আছে।

এছাড়া অতিথির তালিকায় আছেন- সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানা। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও র‍্যাপার করণ আউজলা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী  অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১ এবং স্পোর্টজেডএক্স অ্যাপ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত