রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বাঁশখালীতে চেক প্রতারণা মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৮:৪৫ এএম

চট্টগ্রারে বাঁশখালী থানা পুলিশের অ‌ভিযা‌নে প্রধান সড়‌কে সিএন‌জি গাড়ী থা‌মি‌য়ে ছিনতাই করার অভি‌যো‌গে ২ জন এবং চেক প্রতারণা মামলায় চট্টগ্রাম থে‌কে একজনসহ ৩ আসামিকে গ্রেপ্তার ক‌রে‌ছে । গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার ক‌রা হয়।

বিষয়টি র‌বিবার রা‌তে জানান বাঁশখালী থানার সে‌কেন্ড অ‌ফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কা‌লীপুর এয়ার মোহাম্মদ পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে মো. আজগর (৪৫), বোয়ালখালী উপ‌জেলার পোপাদিয়া ইউনিয়‌নের অলি মেম্বারের বাড়ি এলাকার বখতিয়ার হোসেনের ছেলে কায়ছার মো. পাভেল (৩০) এবং চেক প্রতারণার মামলার আসামি মধ‌্যম পুঁইছড়ির মাওলার পাড়া এলাকার শামসুল হুদার ছেলে মোহাম্মদ মিছবাহ উদ্দিন।

জানা যায়, র‌বিবার ভোর রা‌তে বাঁশখালীর প্রধান সড়‌কের কালিপুর ইউনিয়‌নের কালিপুর মোহাম্মদ দিঘীরপাড় নামকস্থানে অদর বাপের ব্রীজের উত্তর পার্শ্বে  সিএনজি থামিয়ে ভয়ভীতি দেখিয়ে ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই ক‌রে ছিনতাইকারী দল। এ সময় স্থানীয় জনগণ এগি‌য়ে আসে এবং বাঁশখালী থানা পুলিশের এসআই সাখওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজগর ও পাভেলকে গ্রেপ্তার করে। এ সময় তা‌দের কাছ থে‌কে ১টি সুইচ গিয়ার, ১টি ছোরা, ১টি হাতুড়ি ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

অপর‌দি‌কে এএসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা হইতে সিআর ১৯৮০/১৯ ও ১৪০৮/১৯ এর চেকের মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ মিছবাহ উদ্দিনকে গ্রেপ্তার করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ব‌লেন, পু‌লি‌শের নিয়‌মিত অভিযা‌নের অংশ হিসা‌বে অভিযান প‌রিচালনা ক‌রে দুই ছিনতাইকা‌রী এবং একজন চেক প্রতারণা মামলার আসা‌মি‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত