রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে ২০১৬ সালে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ যুবককে হত্যা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুলসহ ৩ জনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক আইজিপি ছাড়াও অপর দু’জন হলেন— সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞা ও মিরপুর জোনের উপ-কমিশনার জসীম উদ্দিন মোল্যা।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৪ মার্চ) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এসময় প্রসিকিউশনে পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটির মোহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে সকাল সাড়ে ৯টায় তাদের হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেপ্তার ও প্রতিবেদন দাখিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত এ আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ডসংলগ্ন ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের অভিযানে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে বলা হয়। ওইদিন অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক।
তিনি বলেছিলেন, নিহত ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই বাড়ি থেকে গুলশানের মতো বড় হামলার পরিকল্পনার তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল।