নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিরোজ মিয়া নামে এক মৎস খামারির পিকআপসহ মাছ লুট ও ড্রাইভারকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে ভুক্তভোগী ফিরোজ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন৷
ভুক্তভোগী ফিরোজ মিয়া লিখিত অভিযোগে জানান, উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকায় বাড়ির আশপাশের লোকজনের কাছ থেকে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন তিনি। বুধবার ভোরে আড়ৎদার মনির হোসেনের কাছে ২ লাখ টাকার মাছ বিক্রি করেন৷ পরে মাছ নিয়ে গাড়িতে করে যাত্রাবাড়ীর উদ্দেশ্যে রওনা হন৷ এ সময় তারাব দক্ষিণ পাড়া এলাকার রুবেল, রাসেল, শ্রাবণ, নাঈম, আল-আমীনসহ মুখোশ পরা ৪/৫ জন চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে মনিরকে আক্রমণ করে। তারা ২ লাখ টাকা চান। টাকা দিতে অস্বিকৃতি জানালে তারা এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে ফিরোজের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মাছভর্তি পিকআপসহ পিকআপ ড্রাইভার রাসেলকে অপহরণ করে নিয়ে যান। পিকআপ ও চালক রাসেলকে ছেড়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা টাকা মুক্তিপণ দাবি করছে তারা।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।