শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ভিজিএফের চাল চুরি: উল্লাপাড়ায় ইউপি সচিব কারাগারে

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৮:২৭ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লাপাড়া মডেল থানা ওসি রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভিজিএফের চাল চুরির ঘটনায় বাঙ্গালা ইউপি সদস্য নুরুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, আসন্ন ইদুল ফিতর উপলক্ষে বাঙ্গালা ইউনিয়নের ২ হাজার ৪৮৩ জন দুস্থের জন্য সরকার থেকে জনপ্রতি ১০ কেজি হারে ২৪.৮৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাল বিতরণ করা হয়। এর মধ্যে ২২৩ জন স্লিপধারীকে চাল দেওয়া বাকি রেখেই সচিব হেলাল উদ্দিন চাল ফুরিয়ে গেছে বলে ঘোষণা দেন। এ নিয়ে স্লিপকারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ইউপি প্রশাসক সাইফুল ইসলাম তল্লাশি করে পরিষদের দুটি কক্ষ থেকে ১৬টি (৫০ কেজি) বস্তা ভর্তি ৮০০ কেজি চাল উদ্ধার করেন। এরপর তিনি চালসহ তাকে পুলিশে সোর্পদ করা হয়। এ ঘটনায় সেদিনই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি রাকিবুল হাসান আরও বলেন, চাল চুরির ঘটনায় ইউপি সদস্য নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় তাকে গ্রেপ্তারের পর ইউপি সচিব হেলাল উদ্দিনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত