মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রেকর্ডগড়া সাহিবজাদা ডাক পেলেন পিএসএলে

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৭:৪৭ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট হয় গেল ১৩ জানুয়ারি। সেখানে কোনো দলই আগ্রহ দেখায়নি সাহিবজাদা ফারহানকে নিয়ে। তবে সম্প্রতি অনুষ্ঠিত পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা ন্যাশনাল টি২০ কাপে রেকর্ডগড়া ব্যাটিং করে তিনি নজর কেড়েছেন।

৭ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৬০৫ রান করে সাহিবজাদা ফারহান ডাক পেয়েছেন পিএসএলে।

ন্যাশনাল টি২০ কাপের সর্বোচ্চ এই রানসংগ্রাহককে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। নিজেদের এক্স হ্যান্ডলে ইসলামাবাদ বলছে, ‘আমাদের স্কোয়াডের ২০তম সদস্য হিসেবে সাহিবজাদা ফারহানের নাম ঘোষণায় আমরা আনন্দিত।’

সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে পিএসএলে দল পেলেন তিনি।

এর আগেও ইসলামাবাদের হয়ে পিএসএলে খেলেছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। পিএসএল এর দ্বিতীয় আসরে তাদের শিরোপা জয়ে সাহিবজাদার ভূমিকা ছিল বলে উল্লেখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ১১ এপ্রিল পর্দা উঠবে পিএসএলের দশম আসরের।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত