মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পাটুরিয়া ঘাটে বেড়েছে যাত্রীর চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে যাত্রীর চাপ বেড়েছে পাটুরিয়া ঘাটে। পাটুরিয়া ঘাট থেকে বিভিন্ন কর্মস্থলে যাওয়ার পথে যানবাহনে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও প্রশাসন থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার আগাম প্রতিশ্রুতি বাস্তবে কোনও প্রতিফলন দেখা যায়নি। প্রশাসনির কর্মকর্তারা জানান, শুক্র-শনিবার পাটুরিয়া-আরিচা ঘাটে এ সম্পর্কিত অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্ধারিত ভাড়ায় গন্তব্যে পোঁছানোর ঘোষণা থাকলেও এক শ্রেণির যানবাহন মালিক-শ্রমিকরা কোনও তোয়াক্কা করছেন না।

রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে সরেজমিনে দেখা গেছে, যাত্রী সুবিধার্থে ঘাটে যানজট সৃষ্টি না হয় এ কারণে পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাট থেকে আধা কিলোমিটার দূরবর্তী পুরাতন ট্রাক টার্মিনাল থেকে ঢাকাগামী গাড়িগুলো যাচ্ছে। এসব গাড়িতে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। প্রশাসনের নির্ধারিত ভাড়া যেখানে নবীনগর-সাভার ১৫০ ও গাবতলী ২০০ টাকা, সেখানে সুযোগ বুঝে নেওয়া হয় সাভার-নবীনগর ২০০ ও গাবতলী ৩০০ টাকা করে।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত সড়ক যোগাযোগের মাধ্যম পাটুরিয়া ঘাটটি ব্যবহার করে আসছেন কর্মস্থলে ফেরা যাত্রীরা। এ ঘাটে সেলফি, নীলাচল, পদ্মা পরিবহন, শুভযাত্রা, স্বপ্ন পরিবহন, যোগাযোগ, যাত্রীসেবা, পলাশ ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত কয়েক শ যানবাহন চলাচল করে। ঈদে মহাসড়কে যানবাহনের থাকলেও নেই যানজট। ছুটির শেষ সময়ে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ বেড়েছে। 

মোছাম্মৎ কাকলী থাকেন মিরপুর ১ নম্বরে। তিনি ঈদের ছুটিতে সেলফি পরিবহনে গাবতলী থেকে পাটুরিয়া ঘাটে এসেছিলেন ২০০ টাকায়। কিন্তু এক সপ্তাহ ব্যবধানে এখন ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া ছাড়া কোনও গাড়ি না পাওয়ায় নিরুপায় হয়ে যেতে হচ্ছে বাড়তি ভাড়ায়।

রতন ব্যাপারীর গ্রামের বাড়ি রাজবাড়ী হলেও ঢাকা খিলক্ষেতে চাকরি করেন। আগে লোকাল গাড়িতে গাবতলী ভাড়া ১৫০ টাকা ছিল। এখন ভাড়া ৩০০ টাকা করে চাচ্ছে। ৩০০ টাকা না হলে গাড়ি যাবে না। এ বিষয়টি নিয়ে কেএফসিকে কল দিয়ে অতিরিক্ত ভাড়ার বিষটি জানালে তারা ৯৯৯ নম্বর যোগযোগ করতে বলে। ৯৯৯ নম্বরে কলে দিলে তারাও টিএসসিকে জানাতে বলে। আমরা এখন কাকে জানাব? তবে, ঘাটে দায়িত্বরত পুালশ-প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি।

যোগাযোগ পরিবহনের চালক বলেন, তিনি ঢাকা থেকে খালি এসেছেন। যে কারণে অতিরিক্ত ভাড়া না নিয়ে তাদের যাতায়াতের ভাড়া পোষায় না। খালি আসতে হয় তাই ভাড়া সামান্য বেশী নেওয়া হয়েছে।

সেলফির চালক আরজু জানান, তিনি সাভার-নবীনগরের যাত্রী উঠিয়েছেন। তাই ২০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। প্রশাসনের নির্ধারিত ভাড়া বিষটি আমার জানা নেই। যদি এ ব্যাপারে প্রশাসন মানা করে তবে আর বেশী ভাড়া নেব না।

এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার ঘাটে  বাড়তি ভাড়া নেওয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার সেলফি পরিবহনের বাস আটকসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত