শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানের উদ্বেগ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পিএম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বুধবার এক বিবৃতিতে জানান, তারা এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে। 

তিনি বলেন, ‘ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’

মুখপাত্র আরও বলেন, ‘আমরা নিহতদের আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ 

এদিকে, কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী নিহতের সংখ্যা ২৯ হতে পারে। এই ঘটনার পর গোটা ভারত শোকের মধ্যে নিমজ্জিত হয়েছে।

সৌদিতে অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকের মধ্যে দেশে ফিরে এসেছেন এবং বিশ্বব্যাপী নেতারা তার প্রতি সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মোদিকে ফোন করে সমবেদনা জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক বার্তায় এ ফোন কলের কথা উল্লেখ করেন।  

এছাড়া, ভারত সরকার দাবি করছে যে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-ই-তৈয়বার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এই হামলার সাথে জড়িত। এর ফলে পাকিস্তানবিরোধী মনোভাব দেশটিতে নতুন করে তীব্র হয়ে উঠছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত