কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে এই গোলাগুলি শুরু হয়, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কাশ্মির সীমান্তে টানা চতুর্থ রাত ধরে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে।
ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা দাবি করেছেন, পাকিস্তান সেনারা বিনা উসকানিতে গুলি চালিয়েছে। বিশেষ করে, জম্মু ও কাশ্মিরের কুপওয়ারা ও পুঞ্চ জেলাগুলোর বিপরীত দিকে পাকিস্তানের সেনাঘাঁটি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু হয়। ভারতীয় সেনারা দ্রুত জবাব দেয় বলে জানিয়েছে তারা।
ভারতীয় সেনাবাহিনী আরও দাবি করেছে, এটি প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরে পাকিস্তানের সেনারা সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে গোলাগুলির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গত কয়েকদিন আগে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটি সবচেয়ে বড় হামলা বলে অভিহিত করা হয়েছে।
সম্প্রতি, কাশ্মির সীমান্তে সংঘর্ষের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। ভারত পাকিস্তানকে দোষারোপ করলেও পাকিস্তান এখনো গোলাগুলি সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
এছাড়া, কাশ্মিরের ওই হামলার পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে, দুই দেশই একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং প্রতিবেশী দেশের নাগরিকদের ফিরে যেতে নির্দেশ দিয়েছে।