মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আমির খসরু

নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায় রাশিয়া 

আপডেট : ০৪ মে ২০২৫, ০২:২০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের সাথে কাজ করতে রাশিয়া অপেক্ষা করছে। রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে তিনি একথা জানান।

রবিবার (৪ মে) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু।

তিনি বলেন, যেসব দেশের সাথে অমীমাংসিত ইস্যু আছে সেসব দেশ বাংলাদেশের নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে কমফোর্ট মনে করে অপেক্ষা করছে। কারণ অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে খসরু বলেন, এই প্রজেক্ট দ্রুত শেষ করে কী ভাবে হস্তান্তর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে, প্রয়োজনে সময় বাড়ানো যেতে পারে। এছাড়া রাশিয়ায় বাংলাদেশের রফতানি বাজার সহজকরণ করতে বিএনপি দেশটির সহযোগিতা চেয়েছে বলেও জানানো হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত