বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের সময় মিললো ‘বোমাসদৃশ’ ৬ বস্তু

আপডেট : ০৫ মে ২০২৫, ০৫:২৮ পিএম

চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের পাইলিং করার সময় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ‘বোমা’ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুরে নগরের পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন এলাকা থেকে এসব ‘বোমা’ উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, নির্মাণাধীন একটি ভবনটির পাইলিংয়ের কাজ চলছিল। মাটি তুলতে গিয়ে বোমাসদৃশ ৬টি বস্তু দেখতে পান নির্মাণ শ্রমিকরা। খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ‘বোমাসদৃশ’ ছয়টি বস্তু উদ্ধার করে পুলিশ। তবে এগুলো সক্রিয় নাকি নিষ্ক্রিয় তার জানাতে পারেনি পুলিশ।   

সদরঘাট থানার ওসি রমিজ আহমেদ বলেন, ‘আমরা দুপুর ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর নির্মাণাধীন ভবনের নিচে ৬টি বোমা দেখতে পায়। দেখে মনে হচ্ছে এগুলো বেশ পুরোনো। সিএমপির বোম্প ডিস্পোজাল ইউনিটকে বোমাগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ পদক্ষেপ নেওয়া হবে।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত