মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ইউক্রেনের সাথে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব পুতিনের

আপডেট : ১১ মে ২০২৫, ০৯:৫৮ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে অবিলম্বে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার রাতে ক্রেমলিন থেকে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, 'সংঘাত নিরসনের মূল কারণগুলো চিহ্নিত করে একটি স্থায়ী ও দৃঢ় শান্তির পথ তৈরির লক্ষ্যে আমরা গুরুত্বসহকারে আলোচনা করতে চাই।' সেই আলোচনা শুরু হওয়া উচিত ১৫ মে থেকেই—জানান পুতিন।

পুতিনের এই প্রস্তাব আসে ইউরোপীয় নেতাদের এক যৌথ সফরের পরপরই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁসহ ইউরোপের শীর্ষ নেতারা ইউক্রেন সফর করে রাশিয়ার প্রতি আহ্বান জানান, যেন তারা কোনো শর্ত ছাড়াই অন্তত ৩০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এ প্রেক্ষিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মস্কো প্রস্তাবটি নিয়ে চিন্তা করছে। তবে একইসঙ্গে তিনি সতর্ক করেন, চাপ প্রয়োগ করে রাশিয়ার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে।

পুতিন তাঁর বক্তব্যে জানান, আলোচনার মাধ্যমে ‘নতুন যুদ্ধবিরতি কিংবা নতুন কোনো শান্তিচুক্তি’ নিয়ে রাশিয়া ও ইউক্রেন একমত হতে পারে—এমন সম্ভাবনাও তিনি উড়িয়ে দিচ্ছেন না। সেই লক্ষ্যে রোববার তিনি তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। তবে ইউক্রেন সরকার পুতিনের প্রস্তাবের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে শনিবার ইউরোপের বিভিন্ন দেশের নেতারা কিয়েভে একজোট হয়ে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ নামে পরিচিত গোষ্ঠীর বৈঠকে মিলিত হন। সেখানে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ডের নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে রাশিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানান।

এই প্রস্তাবের বিষয়টি নিয়ে নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে কথা বলেন। নেতারা একযোগে হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া প্রস্তাবে রাজি না হলে তার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ক্রেমলিন তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করছে, তবে চাপের মুখে সিদ্ধান্ত নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত