মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নারায়ণগঞ্জ নগর ভবনে অটোরিকশা চালকদের হামলা, আহত ১০

আপডেট : ১২ মে ২০২৫, ০৬:৩৫ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যানজট নিরসনকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছেন অনুমোদনহীন অটোরিকশা চালকরা। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার পর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনে হামলার ঘটনা ঘটে।

এর আগে সকাল থেকেই অনুমোদনহীন অটোরিকশা চলাচলের দাবিতে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করেন ইজিবাইক চালকরা। এক পর্যায়ে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র সহকারে হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে।

আহত যানজট নিরসন কর্মীরা জানান, নিবন্ধনহীন অটোচালকরা শহরে চলাচলের দাবিতে আন্দোলন করছিল। অন্যদিকে আমরা আমাদের নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলাম। হটাৎ করেই তারা আমাদের ওপর চড়াও হন ও এলোপাথাড়ি মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে নগর ভবনের ভেতর প্রবেশ করলে তারা ভেতরে ঢুকেও হামলা চালায়। তাদের হাতে ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড ছিল। আমাদের অনেকের অবস্থা গুরুতর।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন বলেন, বিনা উসকানিতে এই হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের ওপর তারা আক্রমণ করেছে ইজিবাইক চালকরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত