ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। কাজ করবেন পরিচিত অনেক খেলোয়াড়ের সাথে। আবার নতুন কজনের সঙ্গে পরিচয় ঘটবে তার। ফুটবলের ইতিহাসে এমন কিছু কোচ আছেন যাদের হাতে খেলে অসংখ্য কিংবদন্তি ফুটবলার বেড়ে উঠেছেন। কার্লো আনচেলত্তি সেই তালিকার এক শীর্ষস্থানীয় নাম, যিনি তার কোচিং ক্যারিয়ারে ক্লাব পর্যায়ে ৪০ জনের বেশি ব্রাজিলিয়ান ফুটবলারের সাথে কাজ করেছেন।
এই তালিকায় আছেন ফুটবল ইতিহাসের কিছু সর্বশ্রেষ্ঠ নাম, যাদের মধ্যে রয়েছেন চারজন ব্যালন ডি’অর জয়ী- কাকা, রোনালদিনহো, রিভালদো, এবং রোনালদো নাজারিও। চারজনকেই তিনি পেয়েছিলেন এসি মিলান দলে, যেখানে তার হাত ধরে মিলান গড়েছিল এক স্বর্ণালী অধ্যায়। এই খেলোয়াড়রা ২০০২ ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন।
আনচেলত্তি শুধু কিংবদন্তিদের সঙ্গেই কাজ করেননি, বর্তমান ব্রাজিল জাতীয় দলের ছয়জন নিয়মিত সদস্যকেও কোচিং করিয়েছেন, যারা এখনও দেশের হয়ে মাঠ মাতান যখনই তারা ফিট থাকেন। এরা হলেন- ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, এনদ্রিক, এদের মিলিতাও, কাসেমিরো। সবাইকে তিনি পেয়েছেন রিয়াল মাদ্রিদে, আর রিচার্লিসনকে আনচেলত্তি কোচিং করিয়েছেন এভারটনে।
সবচেয়ে বেশি যাদের ব্যবহার করেছেন আনচেলোত্তি তিনি হচ্ছে কাকা। এসি মিলান ও রিয়াল মাদ্রিদ মিলিয়ে ২৭০ ম্যাচে আনচেলত্তির মূল ভরসা ছিলেন কাকা। তার পরেই রয়েছেন দিদা, যিনি ২৬৭ ম্যাচে আনচেলত্তির দলে ছিলেন।
আনচেলত্তির কোচিং খেলেছেন যেসব ব্রাজিলিয়ান
পারমা- জি মারিয়া, আদাইলতন, আমারাল
জুভেন্তাস- আথিরসন
এসি মিলান- দিদা, কাফু, কাকা, রোনালদিনহো, রিভালদো, রোনালদো, সের্জিনহো, আলেকজান্দার পাতো, রিকার্দো অলিভেইরা, এমারসন, রকি জুনিয়ার, লিওনার্দো, আমোরোসো, দিগাও, ফেলিপে মাত্তিওনি, ক্লাইতন
চেলসি- রামিরেজ, অ্যালেক্স, বেল্লেত্তি, ডেভিড লুইজ
পিএসজি- থিয়াগো সিলভা, ম্যাক্সওয়েল, নেনে, লুকাস. সেয়ারা
বায়ার্ন মিউনিখ- রাফিনহা রাফায়েল, ডগলাস কস্তা
এভারটন- রিচার্লিসন, বার্নার্ড, অ্যালান
রিয়াল মাদ্রিদ- ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, মিলিতাও, এনদ্রিক, মার্সেলো, কাসেমিরো, লুকাস সিলভা, তোবিয়াস ও উইলিয়ান