শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

পরকীয়ার জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

আপডেট : ১৪ মে ২০২৫, ০৪:০৫ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ৯ টার দিকে উপজেলার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের এ/৭ ব্লকে এই ঘটনা ঘটে।

নিহত রেহেনা বেগম (২৯) একই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।  

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পরকীয়ার জেরে ও পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, রেহেনা বেগমের সঙ্গে একই ক্যাম্পের প্রতিবেশী জনৈক ব্যক্তির মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামীর সন্দেহ হওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায় সময় কলহ লেগেই থাকতো। মঙ্গলবার মধ্যরাতে নিজ ঘরে স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়া প্রেমের বিরোধকে কেন্দ্র করে তর্কাতর্কির ঘটনা ঘটে। একপর্যায়ে স্বামী নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে রেহেনা বেগমকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।  

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হোসেন বলেন,  খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় রেহেনা বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত