এক সপ্তাহ স্থগিতের পর দ্বিতীয় দফায় শুরু হতে যাওয়া আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের জায়গায় রেকর্ড ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে মুম্বাই ইন্ডিয়ানসে সর্বোচ্চ ২.২০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন মোস্তাফিজ। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে এটিই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার ঘটনা।
আইপিএলের গত মৌসুমে ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। কিন্তু এ বছরের মেগা নিলামে কোনো দল পাননি তিনি। এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেন মোস্তাফিজ। সে বছর ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। ওই দুই মৌসুমে ১০ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি। এ পর্যন্ত ৫৭ আইপিএল ম্যাচ খেলে নামের পাশে ৬১ উইকেট রয়েছে তার।
এবারের আসরে এখনো তিন ম্যাচ বাকি রয়েছে দিল্লির। ১৮ মে গুজরাট, ২১ মে মুম্বাই এবং ২৪ মে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে দলটি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে দিল্লির অবস্থান এখন পাঁচে। প্লে অফ খেলার জোরালো সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে দলটি। অক্ষর প্যাটেলের নেতৃত্বে লোকেশ রাহুল, ফাফ ডু প্লেসির পাশাপাশি পেস বোলিং ইউনিটে মিচেল স্টার্ক, মুকেশ কুমার, টি নাটারঞ্জন, মোহিত শর্মা, দুশমন্থ চামিরাদের পাবেন মোস্তাফিজ।
তবে জাতীয় দলের দায়িত্ব পালনে আজ সন্ধ্যায় আমিরাতের উদ্দেশে উড়াল দেওয়ার কথা মোস্তাফিজের। আগামী ১৭ ও ১৯ মে আমিরাতের বিপক্ষে দুই টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াডে রয়েছেন তিনি।