উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছোঁড়া নিয়ে মুখ খুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন। তিনি বলেছেন, বোতল নিক্ষেপের ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত ছিল না। তার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানা গেছে।
মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারা প্রসঙ্গে হুসাইন বলেন, আমি বোতলটি আকাশের দিকে ছুড়ে মারি। আমার কাউকে আহত-নিহত কিংবা অপমান করার উদ্দেশ্য ছিল না। আমি সেখানে সাধারণ শিক্ষার্থী হিসেবে গিয়েছি। পুরো ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত।
তিনি বলেন, আমার ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত না। আমি সেখানে অর্থনীতি ১৯ ব্যাচের কিছু শিক্ষার্থীদের সাথে যাই। জুলাইয়ে আন্দোলনে অংশ নেওয়ার ছবি থাকায় পুলিশ আমাকে মারে। এখন আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা।
বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারেন হুসাইন। এরকম একটি ভিডিওটি ছড়িয়ে পরার পর থেকে আলোচনায় আসেন ওই তরুণ। অনেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছেন।